চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার (১২ এপ্রিল) ভোর রাতে নোয়াখালী জেলার চৌমুহনী এলাকা একটি মুড়ির গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হাওয়া রপ্তানি পণ্যের মধ্যে ১ হাজর ৫৬৪ কাটন ছিল। তার মধ্যে ছিল মহিলাদের স্কার্ফ। এ ঘটনায় আটক করা হয়েছে চোর চক্রের দুই সদস্যকে। এদিকে শনিবার দুপুরে রপ্তানি পণ্য বহনকারা কাভার্ডভ্যানটি ফেনী শহরের স্টার লাইন পেট্রল পাম্পের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর ডিআইটি নিট ওয়্যার কারখানা থেকে বৃহস্পতিবার কাভার্ডভ্যান ভর্তি ট্রাকে করে এ রপ্তানি পণ্য বিদেশে রপ্তানির জন্য সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেডিএস ডিপোতে আনা হয়। রপ্তানি পণ্যগুলো ডিপোতে ঢোকার পূর্বেই কাভার্ডভ্যান চালক- সহকারীর যোগসাজসে একটি চোর চক্র গাড়িটি চুরি করে নিয়ে যায়। শুক্রবার এ রপ্তানি পণ্যগুলো ডিপোতে না আসায় ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টরকে জানায়। শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম নোয়াখালীর চৌমুনীর একটি মুড়ির গোডাউন থেকে মালামালগুলো উদ্ধার করেন। এরপর শনিবার দুপুরে ফেনীর স্টার লাইন পেট্রলপাম্পের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা রপ্তানি পণ্যগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেছেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ।নোয়াখালী চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খোকন চন্দ্র ঘোষ বলেন, চুরি করে নেযা রপ্তানি পণ্যগুলোকে উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কাভার্ডভ্যানটিও। এই ঘটনায় জড়িত চোরাচক্রের ২ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমান বলেন, সীতাকুণ্ড উপজেলার কেডিএস লজিস্টিক থেকে চুরি হওয়া গার্মেন্টস পণ্য নোয়াখালী জেলার চৌমুহনী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গার্মেন্টস পণ্য আমরা বুঝে পেয়েছি এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর