গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে  শনিবার রাতে(১২ এপ্রিল) অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কর্মসূচি শেষে কিছু অংশগ্রহণকারী কোনাবাড়ির বিভিন্ন আবাসিক হোটেলে প্রবেশ করে। এ সময় তারা স্থানীয়ভাবে পরিচিত কিছু হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর চালায়, কয়েকটি হোটেলের আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। জানালাসহ হোটেলগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।এ বিষয়ে কোনাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তবে পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএফআইসি ব্যাংকের মুনাফা কমেছে ৩৫.২৯ শতাংশ
আইএফআইসি ব্যাংকের মুনাফা কমেছে ৩৫.২৯ শতাংশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন