উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া পৌরসভা। প্রতিষ্ঠার সময় এটি ছিল ‘গ’ শ্রেণিভুক্ত। বর্তমানে এই পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। দীর্ঘ ২৯ বছরে এখানে জনসংখ্যা বেড়েছে বেশ কয়েকগুণ। কিন্তু বাড়েনি নাগরিক সুবিধা। তার ওপর এতো দীর্ঘদিনেও আর্বজনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও সেখানে মাছ চাষ হচ্ছে। পৌরবাসীর অভিযোগ যেখানে সেখানে বর্জ্য ও আবর্জনা ফেলা হচ্ছে। বিশেষ করে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত পৌর মুক্তমঞ্চের পাশে, ঝিকিড়া পাটবন্দরের পাশে, বিজ্ঞান কলেজের পাশে ও পৌর বাস টার্মিনালের পাশে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। দুর্গন্ধে পাশের রাস্তা দিয়ে পৌরবাসীর চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।আবাসিক এলাকার বাসিন্দারাও বর্জ্য আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন। পৌরবাসী পৌরসভা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করার জন্য অনেকবার আবেদন জানিয়েছেন। কিন্তু এতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।সরেজমিনে শুক্রবার সকালে গিয়ে দেখা যায় শ্রীকোলার পূর্ণীমাগাঁতী আঞ্চলিক সড়কের পাশেই রয়েছে পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট। সেখানে প্রায় ৪০ শতাংশ জায়গাটি পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট হিসেবে নির্মাণ করা হলেও ময়লা ফেলার পরিবর্তে সেখানে মাছ চাষ করা হচ্ছে। কে বা কারা এই মাছ চাষ করছে বিষয়টি কেউ জানেন না। অথচ পৌর শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। পৌর শহরের বাসিন্দা আলম আকন্দ, সাইফুল আকন্দ বলেন ওভার ব্রিজের পাশেই ময়লা আবর্জনা ফেলা হয় সেখান দিয়ে হাটা যায় না দূর্গন্ধ। এছাড়াও রাতে ময়লা গুলো আগুনে পোড়ানো হয় এতে ধোঁয়া বাসাবাড়িতে আসে দর্গন্ধে রাতে ঘুমানো যায় না। শ্রীকোলা ডাম্পিং পয়েন্টের পাশেই আব্দুল হাকিম নামে একজন জানান আগে ডাম্পিং পয়েন্টে পৌরসভার ময়লা ফেলা হতো কিন্তু এখন ফেলে না। তবে এখানে চাষ করছে পৌরসভা থেকে। মাছ ছেড়ে বিক্রি করে। পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর সম্পদ বিবরণীতে শ্রীকোলা ডাম্পিং পয়েন্ট দেখেছে। সেখানে মাছ চাষের বিষয়ে তিনি বলেন হয়তো পৌরসভার উদ্যোগে মাছ চাষ করা হচ্ছে। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন ৫ আগষ্টে পৌরসভার ড্রাম ট্রাক গুলো পুড়িয়ে গেছে তাই এখানে ময়লা ফেলা হচ্ছে না। তবে মাছ চাষের বিষয়ে তিনি বলেন কারর মাছ চাষ করার সুযোগ নেই,কেউ মাছ চাষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ চাঁন মিয়াসহ তিনজনকে আটক করা Read more

ফের ৩ দিনের রিমান্ডে পার্থ 
ফের ৩ দিনের রিমান্ডে পার্থ 

গত ২৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা Read more

শার্শায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু
শার্শায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিন ঘুরতে বেরিয়ে রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন