বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন না। সাধারণ জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে। অপকর্মের দায়ে সারাদেশে এ পর্যন্ত ২০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার দল থেকে ছিটকে পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না।শনিবার (১২ এপ্রিল) সকালে রফিক কনভেনশন সেন্টারে সখীপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আযম খান বলেন, ‘এখন আর দিনের ভোট রাতে হবে না। সব ভোটার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সবাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন (কমিশনার), সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ ও বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি সম্পাদক, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর