কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের জন্য এক চরম ভোগান্তির দিন ছিল আজ শনিবার (১২ এপ্রিল)। দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী তীব্র যানজট, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং খাবার সংকটের মুখোমুখি হন।পরীক্ষার্থীদের অভিযোগ, দুপুরের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেকেই না খেয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রের বাইরে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। ঢাকার ভেতরের কেন্দ্রগুলোতে তীব্র যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, ফলে তাদের স্বপ্নভঙ্গ হয়।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্রদল ও ছাত্রশিবির পরীক্ষার্থীদের সুবিধার জন্য স্টল স্থাপন এবং পরীক্ষার্থীদের মধ্যে কলম ও পানি বিতরণ করে । শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকদের বসার জন্য অল্প পরিসরে ছাউনির ব্যবস্থা করে। ছাত্রদল সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশ গ্রহণ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আসেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরীক্ষার্থীদের কথা চিন্তা করে, বাইক সার্ভিস, রিকসা সার্ভিস, ফ্রি মেডিকেল টিম, খাবার পানির ব্যবস্থা করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে, এটাই তাদের প্রত্যয়।”ছাত্র শিবির সভাপতি মো. আবুল হাসান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের কল্যাণে একটি আস্থার নাম। চতুর্থ দফার আলোকে আমরা সবসময়ই শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করে যাচ্ছি। আজকের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা হেল্প ডেস্ক, বিশুদ্ধ পানি, শিক্ষা উপকরণ, অভিভাবকদের বসার স্থান এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি রিকশা সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, যা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণা।”পরীক্ষার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, “এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত কঠিন ছিল। আমরা ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আরও সুষ্ঠু ব্যবস্থাপনা আশা করি।এই ঘটনায় কৃষি গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করছি ।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুশফিকের ফিফটি ছোঁয়া ইনিংস ও মাহেদীর ৪ উইকেটে জিতল প্রাইম ব্যাংক
মুশফিকের ফিফটি ছোঁয়া ইনিংস ও মাহেদীর ৪ উইকেটে জিতল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তার দল না জেতায় বৃথা যায় তিন অঙ্কের ইনিংস।

ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু 
ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু 

সিলেটের জকিগঞ্জে বাবার সঙ্গে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদোয়ান আহমদ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জে উপজেলা জামায়াতের সাবেক আ‌মির‌ গ্রেপ্তার
গোপালগঞ্জে উপজেলা জামায়াতের সাবেক আ‌মির‌ গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনে স‌হিংস ঘটনায় জ‌ড়িত থাকার সন্দেহে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির‌ সমশের মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেট্রোরেলে হামলা দেশকে পিছিয়ে দিয়েছে
মেট্রোরেলে হামলা দেশকে পিছিয়ে দিয়েছে

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা স্টেশনে উন্মত্ততার সাথে হামলা ও অগ্নিসংযোগ করে জনসাধারণের সম্পদ বিনষ্ট করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন