গাজীপুরের শ্রীপুরে সালমা আক্তার নামে এক নারীকে মারধর করে গর্ভপাত ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে শনিবার (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।সংবাদ সম্মেলনে ওই নারী তার লিখিত বক্তব্যে বলেন, তিনি ও তাঁর স্বামী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে ভাড়া থেকে ব্যবসা করতেন। প্রথমে রফিকুল শেখের বাড়িতে এবং পরে তাঁর ভাই মজিবুর শেখের বাড়িতে থাকতেন। ভাড়া থাকাকালে বাড়ির মালিক পরিবারের সঙ্গে তাঁদের সুসম্পর্ক গড়ে ওঠে।তিন আরো জানান, গত বছরের ৮ মার্চ বিকেলে রফিকুল শেখের ছেলে শ্যামল ও তার মা সুমি বেগম তাঁদের বাসায় এসে ব্যবসার প্রয়োজনে তাঁর ও স্বামীর কাছ থেকে নগদ ১০ লাখ ৫৭ হাজার টাকা ধার নেন। তারা প্রতিশ্রুতি দেন, দুই দিনের মধ্যে টাকা ফেরত দেবেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা না দিয়ে সময়ক্ষেপণ শুরু করেন এবং পরে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। সালমা আক্তার ও তাঁর স্বামী টাকা চাইলে উল্টো তাঁদের ভয়ভীতি দেখানো হয়, এমনকি তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়। এসব ঘটনার জেরে গত বছরের ৭ জুলাই নয়নপুর এলাকায় তাঁদের রাস্তায় আটকে মারধর করা হয়। এ সময় তাঁর স্বামীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে সালমা শারীরিক লাঞ্ছনার শিকার হন। পরে তাঁদের ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়। তাঁরা পাশের ধনুয়া গ্রামে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন।এরপর ১২ ডিসেম্বর সন্ধ্যায় সালমা আক্তার শ্রীপুরের নয়নপুর এলাকায় পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে করে এসে রফিকুলের ছেলে শ্যামল ও মজিবুরের ছেলে আরমান পেছন থেকে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেন বলে অভিযোগ করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং গর্ভে থাকা তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। এসব ঘটনার পর ৯ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন, যার নম্বর ২৮/৮/২০২৪। তবে তদন্ত কর্মকর্তা এসআই অহিদ মিয়া তদন্তে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উপেক্ষা করে মনগড়া ও পক্ষপাতমুলক প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ কারণে তিনি গাজীপুর আদালতে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ‘না-রাজি’ আবেদন করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি বলে অভিযোগ করেন সালমা আক্তার।সংবাদ সম্মেলনে সালমা বলেন, আমি গাজীপুরে গিয়ে মামলা দেখভাল করতে পারছি না। অভিযুক্ত ব্যক্তিরা বারবার আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই, দ্রুত এই মামলার সঠিক তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর এসআই ফিরোজ উদ্দিন বলেন,মামলাটির তদন্ত চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ যেন এখনো শেষ হয়নি।

ব্যাংক বন্ধ থাকবে ৩ দিন
ব্যাংক বন্ধ থাকবে ৩ দিন

আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাধারণ ছুটির এ সময়ে ব্যাংক বন্ধ থাকবে। 

নয় মাসে খান ব্রাদার্সের লোকসান বেড়েছে
নয় মাসে খান ব্রাদার্সের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৪) ও নয় মাসের Read more

মাদারীপুরে মানব পাচারের অভিযোগে আটক ১
মাদারীপুরে মানব পাচারের অভিযোগে আটক ১

মাদারীপুরের ডাসারে মানব পাচারের অভিযোগে মিলন মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাপপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ
তাপপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

এর আগে, রোববার রাতে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকাসহ পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন