মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন, চৌদ্দকাহনিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে রবিউল ইসলাম (৩৫), রবিউলের স্ত্রী সোনিয়া আক্তার (২৫), শ্যালক সাহেদ প্রধান (২৩) ওপর পক্ষ আহতরা হলেন, জান্নাতি বেগম (২৫), চাচা মুক্তার হোসেন (৪০)। আহতদের মধ্যে রবিউল ইসলাম ও সোনিয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উপজেলার চৌদ্দকাহনিয়া গ্রামের আব্দুল বাতেনের পরিবারের সাথে প্রতিবেশী নুরুজ্জামান সরকারগংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা হামলার চলমান। এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে  রবিউল ইসলামের লোকজনের সাথে নুরুজ্জামান সরকারের লোকজনের বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ ৫ জন আহত হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংঘর্ষে আহত সাহেদ বলেন, শনিবার সকাল থেকেই হামলাকারীরা আমার দুলাভাই রবিউল ইসলামের উপর নজর রাখতে থাকে। সকাল সাড়ে আটটার পর তিনি নাস্তা খাওয়ার জন্য বাড়িতে ঢুকলে প্রতিপক্ষের লোকজন অন্তত ২০/২৫জন সন্ত্রাসী চারদিক থেকে তার বাড়িঘর ঘিরে ফেলে। সন্ত্রাসীদের মধ্যে দুজনের হাতে পিস্তল এবং তিনজনের হাতে শটগান ছিলো। বাকিদের হাতে রামদা, বগিদা ও লোহার পাইপ ছিলো। তারা প্রথমেই আমার দুলাভাই রবিউল ইসলামকে ঘর থেকে টেনে বের করে উঠানে নিয়ে বগিদা দিয়ে কোপানো শুরু করে। তাকে বাঁচাতে আমার বোন এবং আমি এগিয়ে গেলে আমাদেরও লোহার পাইপ দিয়ে পিটিয়া আহত করা হয়। আমার দুলাভাইয়ের অবস্থা ভালো নয়। দায়ের কোপে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।ফিরোজ সরকার বলেন, তাঁরা আমার ভাইসহ আমাদের একাধিক লোককে এর পূর্বে কুপিয়ে গুরুতর আহত করেন, যার প্রেক্ষিতে মামলা চলমান, সেই মামলায় তাঁরা জামিনে বের হয়ে এসে আমাদের হুমকি দিয়ে আসছে বাড়ি ঘর লুট করবে, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাবে, আজকেও আমার ছোট ভাই ও ভাতিজিকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে।বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, এই ঘটনায় আহত ৫জন রোগীকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রবিউল ইসলাম এবং তার স্ত্রী সোনিয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে’।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,  খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি  শান্ত। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে গাঁজা-মাদক নিষিদ্ধ
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে গাঁজা-মাদক নিষিদ্ধ

কুষ্টিয়ায় এবারের লালন স্মরণোৎসবে লালনের মাজার ও এর আশপাশে গাঁজা ও মাদক সেবন নিষিদ্ধ বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর Read more

সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কেতাম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা

জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য-প্রমাণ Read more

‘আমেরিকা – সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই’
‘আমেরিকা – সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই’

ঢাকা থেকে প্রকাশিত বুধবারের পত্রিকাগুলোর প্রথম পাতায় আগামী নির্বাচনের জন্য কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন, আইনশৃঙ্খলা, খালেদা জিয়ার বিদেশ Read more

রোহিতের দৃষ্টিতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ক্ষতিকর
রোহিতের দৃষ্টিতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ক্ষতিকর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেল আসর থেকে চালু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। তবে এই নিয়মের পক্ষে নন ভারতীয় অধিনায়ক রোহিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন