চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১২ এপ্রিল) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া অছি মিয়া কেরানী বাড়িতে আম গাছে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ।নিহত বৃদ্ধ একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলায় কালো দাগ ছাড়া শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর