বাংলা নতুন বছর স্বাগত জানাতে গ্রামে গ্রামে বসবে বৈশাখী মেলা। এ মেলাকে সামনে রেখে বছর জুড়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃৎশিল্পীরা মাটির হাড়ি-পাতিলসহ বিভিন্ন খেলনা সামগ্রী তৈরী করে থাকেন। এবারও তার ব্যতিক্রম করেনি তারা। আগামী সোমবার বাংলা নতুন বছর পহেলা বৈশাখ ও বাঙালি জাতির প্রাণের উৎসবে মেতে ওঠবে উপজেলার সর্বস্তরে মানুষ। এই দিনকে ঘিরে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মেলা বসে থাকে। মেলাকে ঘিরে বিভিন্ন সামগ্রীর দোকান বসে। এই মেলায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখে মাটির তৈরী বিভিন্ন সামগ্রীর দোকান। এই মেলাকে ঘিরে মাটির তৈরী সামগ্রী বিক্রি করার জন্য মৃৎশিল্পীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে সরেজমিনে উপজেলার বাসাইল ইউনিয়নের পালপাড়া ঘুরে দেখা গেছে,কুমারদের সুনিপুন হাতের ছোঁয়ায় নানা রঙে সেজেছে মাটির তৈরী হাড়ি-পাতিলসহ বিভিন্ন খেলনা সামগ্রী। তাদের এই মাটির তৈরী সামগ্রী গুলোতে যেন প্রানের ছোঁয়া লেগেছে। বোঝার উপায় নেই এ গুলো আসল নাকি মাটির তৈরী। উপজেলার যেখানেই মেলা বসে সেখানেই কুমারদের মাটির তৈরী সামগ্রী বিক্রি করার জন্য নিয়ে যান তারা। জানা যায়, রমজান ও করোনার প্রাদূর্ভাবের কারণে গত কয়েক বছর বৈশাখী মেলা না হওয়াতে সব থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের কর্মযজ্ঞ,কিন্তু এবার বৈশাখী মেলাকে ঘিরে ঘুরে দাড়ানোর নতুন স্বপ্ন দেখছেন উপজেলার বয়রাগাদী, রশুনিয়া, বাসাইল,রাজানগর, শেখরনগর এই ইউনিয়ন গুলো মৃৎশিল্পীর পরিবারগুলো।ভ‚ইরা গ্রামের মৃৎশিল্পী ননি পাল বলেন, এখন আগের মতো মাটির হাঁড়ি-পাতিল বিক্রি হয় না। তারপরেও বৈশাখী মেলা কে সামনে রেখে মাটির হাড়ি পাতিল তৈরী করেছি। আশা করছি এবার পহেলা বৈশাখে ভালো বিক্রি করতে পারবো,সেই স্বপ্ন দেখছি।বাসাইল ইউনিয়নের মৃৎশিল্পী কালিপদ পাল বলেন,‘আমি ৪০ বছর ধরে এ শিল্পের সাথে জড়িত আছি। আমরা বাব-দাদার পেশাও ছিল এটা। আমরা প্রতি বছর বৈশাখী মেলাতে মাটির তৈরী সামগ্রী বিক্রি করে থাকি। এখন মাটির তৈরী জিনিস পত্রের কদর কমেছে। এছাড়া আগের মতো বৈশাখী মেলা বসে না,তাছাড়া প্লাস্টিকের তৈরী জিনিস পত্রের চাহিদাও বেড়েছে। তাই বেকার হয়ে পড়েছে মৃৎশিল্পীর কারিগররা। অনেকেই পেশা পরিবর্তন করে স্বর্ণের কাজ, কেউ বিদেশে, কেউবা কামারের কাজও করছে। বাব-দাদারা এ কাজ করতো বলে আমরা ও করি, তবে কোন রকমে বেচে আছি।’  শেখরনগর ইউনিয়নের পাল পাড়া গ্রামের কৃষ্ণ পাল জানান, বৈশাখী মেলাকে সামনে দেশের বিভিন্ন প্রান্তের মেলার দোকানীদের কাছে সরবরাহ করার লক্ষ্যে প্রতিদিনই পাইকাররা এ সব মাটির তৈরী সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। ঘরে ঘরে হাজার হাজার মাটির ব্যাংক, পুতুল ও অন্যান্য খেলনা তৈরী করা হয়েছে। তিনি আরো জানান,আমার বাবা,দাদারাও এই পেশায় জড়িত ছিল, আমরাও ধরে রেখেখি, তবে বেশী দিন হয়তো এই পেশায় থাকা যাবেনা । এখন আর আগের মতো মাটির তৈরীর আসবাপত্র চলে না ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, মৃৎশিল্পটা হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য।  আমরা চাই মৃৎশিল্পটা বেচে থাকুক । মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ভাবে কোনো ধরনের সহায়তার সুযোগ থাকলে তা অবশ্যই করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় জিপিএ-৫ ও পাসের  হার বেড়েছে 
কুমিল্লায় জিপিএ-৫ ও পাসের  হার বেড়েছে 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

বরিশালে গ্রীন লাইনের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরিশালে গ্রীন লাইনের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোন হতাহতের Read more

‘বাম পায়ের কোনও আঙুলই রাখা যাবে না আনু মুহাম্মদের’
‘বাম পায়ের কোনও আঙুলই রাখা যাবে না আনু মুহাম্মদের’

এর আগে, রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়ে Read more

ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে মাটি কাটা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কাশেম (৫৭) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন