চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আদিব একই ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া গ্রামের গাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি ওমরগণী এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা অফিসের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা  থেকে তাকে  আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার আগে থেকেই একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে আদিবের নেতৃত্বে একটি চক্রের সন্ধান পায় তারা। প্রাথমিকভাবে আদিবের ব্যবহৃত স্মার্টফোন পরিদর্শনকালে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কথিত প্রশ্নপত্রের কিছু নমুনা পাওয়া যায় বলে পুলিশ জানায়।পুলিশ আরও জানায়, বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র সরবরাহ করে অসাধু উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করছিল। আটকের পর আদিবকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক এনএসআই কর্মকর্তা জানান, এসএসসি পরীক্ষার শুরুতে বাঁশখালীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এক পর্যায়ে এনএসআই আদিব নামের ওই যুবকের নেতৃত্বে একটি চক্রের সন্ধান পায়। খবরটি পেয়ে পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আদিবকে  আটক করেন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ঐগুলো বোর্ডের আসল প্রশ্ন ছিল না। তারা নিজেরা হাতে লিখে প্রশ্ন তৈরি করে টাকা হাতিয়ে নিচ্ছিল। তিনি আরও জানান, অভিযানের পূর্বেই আদিব তার মোবাইল ফোন থেকে কথিত প্রশ্নগুলো মুছে ফেলে, ফলে সেগুলো উদ্ধার করা যায়নি।বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাবা ইভেন্টের গ্রুপপর্বের খেলা বৃহস্পতিবার শুরু
দাবা ইভেন্টের গ্রুপপর্বের খেলা বৃহস্পতিবার শুরু

আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে এই ক্রীড়া উৎসব। সকাল থেকে ক্র্যাব কার্যালয়ে দাবা ইভেন্টের গ্রুপপর্বের বাকি খেলা শুরু হবে। Read more

বাবাকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু
বাবাকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে রুবেল মোল্লা (৩৩)। তবে হত্যার Read more

শ্রীপুরে আগুনে পুড়লো ৬ ঘর
শ্রীপুরে আগুনে পুড়লো ৬ ঘর

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে ছয়টি বসত ঘর পুড়ে গেছে।

গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা
গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা

গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা হয়েছে।

নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রার্থীর তালিকায় ট্রাম্প!
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রার্থীর তালিকায় ট্রাম্প!

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন