কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আওতাধীন শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার সময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপুর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত কমিটি গুলো অনুমোদন দেওয়া হয়। উক্ত তথ্যাদি নিশ্চিত করেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ। উক্ত ইউনিয়নগুলোর বিএনপির আহবায়ক কমিটিতে যারা আসলেন -শাহারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ মুনিরী ও সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম। কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: নুরুল কবির ও সদস্য সচিব মোহাম্মদ ইউনুছ।উক্ত সদ্যঘোষিত আহবায়ক কমিটি গুলীকে খুব শীঘ্রই ওয়ার্ড বিএনপির সম্মেলন শেষ করে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল করার নির্দেশ দেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু।এআই
Source: সময়ের কন্ঠস্বর