হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) দুপুর তিনটায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউকান) এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় ।কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘বেঁচে থাকার অধিকার,জলবায়ু সুবিচার’ , ‘We want justice claimate justice’ ‘আমরা হারাবো না,পরিবেশ দূষণ করবো না’ ইত্যাদি স্লোগান দেন।ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক হাবিপ্রবির সহ-প্রতিনিধি সুমাইয়া বিনতে মাহবুব অতসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিপ্রবি প্রতিনিধি মো রাইজুল ইসলাম।প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তারা বলেন, আজকে আমরা উপস্থিত হয়েছে যে দাবি নিয়ে সেইটা শুধু আমাদের দাবি না এইটা সবার দাবি। আমরা যে দাবি তুলে ধরেছি তা বাস্তবয়ন করতে হবে,না হলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। সবার প্রতি অনুরোধ থাকবে পরিবেশ রক্ষায় আমাদের কাজ করতে হবে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। পরিবেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।এ কর্মসূচিতে ইউকানের হাবিপ্রবি প্রতিনিধি মো রাইজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কেবল ভবিষ্যতের ভয় নয়, বরং বর্তমান বাস্তবতা। আমাদের নদী, কৃষি, স্বাস্থ্য এবং জীবনধারা ইতোমধ্যেই এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায়, যুবসমাজ চুপ থাকতে পারে না। আমরা চাই উন্নয়ন হোক পরিবেশের প্রতি সম্মান রেখে, মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে। Global Climate Strike 2025-এ দিনাজপুর থেকে আমাদের এই সম্মিলিত কণ্ঠ বিশ্বনেতাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা—’আমাদের ভবিষ্যৎ বিক্রি করা যাবে না’।তিনি আরও বলেন, এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়, এটি একটি দায়িত্ববান প্রজন্মের দাবি—একটি সবুজ, নিরাপদ ও ন্যায্য পৃথিবীর জন্য।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। Read more

ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা 
ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা 

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র Read more

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন