বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে।শুক্রবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক পেজে “বকশীগঞ্জ ইউএনও এর কাছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের ১ কোটি টাকা চাঁদা দাবি ও বালু সিণ্ডিকেটের ৪০ লক্ষ টাকার বালু দাবি: নেপথ্যে মামলা ও আদালতের আগেই মিডিয়ার রায় ঘোষণা” শিরোনামে এক ফেসবুক পোস্টে ইউএনও মোঃ মাসুদ রানা এ দাবি করেন।একই পোস্টে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মব ট্রায়ালের শিকার হয়েছেন বলেও দাবি করেন।ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৩ শেরপুর জেলার সেপ্টেম্বর মাসে নালিতাবাড়ী উপজেলার ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করে আদালতে নিয়মিত মামলা দায়ের করেন ততকালীন ইউএনও মহোদয়। বালুর জিম্মাদার সংশ্লিষ্ট নায়েব সাহেব। আমি শেরপুর জেলার নালিতাবাড়ীতে যোগদান করি ২০২৪ এর মে মাসে। আদালত মামলা দায়েরের ১ বছর পর রায় দেয় এবং ৪৪ হাজার টাকার (ভ্যাট ব্যতিত) বিনিময়ে বালু ডাককারী গোলাপ মিয়াকে বালু বুঝিয়ে দেয়ার জন্য বালুর জিম্মাদারি নায়েব ও ওসি সাহেবকে আদেশ দান করে। আদেশ অনুযায়ী বালুর জিম্মাদার নায়েব সাহেব বালুর ডাককারীকে সমুদয় বালু বুঝিয়ে দেন যার রিসিভ সহ আছে। কিন্ত বালু ডাককারী গোলাপ ১ সপ্তাহ পর এসে জানান যে তিনি এ বালু নিবেন না, তিনি নালিতাবাড়ীর টু পয়েন্ট জিরো জিরো বালু নিবেন যে বালুর দাম ৪০ লক্ষ টাকা অন্যত্র আদালতের ব্যবস্থার কথা জানিয়ে চলে যান। ৪৪ হাজার টাকায় বালু কিনে ৪০ লক্ষ টাকার বালু নিতে চান গোলাপ।তিনি দাবি করেন, আমি নালিতাবাড়ী হতে বকশিগঞ্জ উপজেলায় ২০২৪ সালের ২২ ডিসেম্বর ইউএনও হিসেবে যোগদান করি। বকশীগঞ্জে যোগদানের ২ মাস পর শেরপুর জেলার কতিপয় সাংবাদিক মনগড়া একটি কাহিনি দিয়ে ৩য় পক্ষের মাধ্যমে আমাকে জানায় যে, আমি যেন শেরপুর জেলার কিছু সাংবাদিকদের ১ কোটি টাকা দিয়ে দেই। অন্যত্র তারা মিডিয়া ট্রায়াল করবে। আমি তাদেরকে ১ পয়সাও দেইনি। শুরু হয় বালু সিণ্ডিকেট ও হলুদ সাংবাদিকদের ষড়যন্ত্র। সম্প্রতি বালু ডাককারী গোলাপ মিয়ার আদালতে মামলা ও মিডিয়ায় ছবিসহ নিউজ দিয়ে আদালতের আগেই জনমনে রায় দিয়ে দিলো হলুদ মিডিয়াগুলো।তিনি আরো উল্লেখ করেন, সবার জানা থাকা দরকার শেরপুরের কিছু সাংবাদিক রয়েছে হলুদ সাংবাদিক যারা বালু সিণ্ডিকেট ও বালুর ঠিকাদার। তারা পত্রিকা ও টিভির প্রতিনিধি ক্রয় করে এ কাজগুলো করে থাকে। মূল ধারার কয়েকটি গণমাধ্যমে মূল ঘটনা জানার পরেও মিথ্যা তথ্য প্রকাশ করে মূল ঘটনা আড়াল করে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারস্থ হলাম। হলুদ গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি শক্তিশালী তা প্রমাণ করার জন্য ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইলো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ. লীগ নেতা কারাগারে
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ. লীগ নেতা কারাগারে

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৩ মার্চ) দুপুরে আদালতের Read more

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এক বছরে বদলে গেছে ‘দৃশ্যপট’
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এক বছরে বদলে গেছে ‘দৃশ্যপট’

জনভোগান্তি নিরসন করে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান বেড়েছে বলে দাবি করা হচ্ছে।

তাদের প্রকৃত নাম কী
তাদের প্রকৃত নাম কী

রুপালি জগতে পা রেখে অনেক তারকা অভিনয়শিল্পী বদলে ফেলেছেন নিজের নাম। বলিউডের গুরু দত্ত, রাজ কাপুর, দিলীপ কুমার থেকে অমিতাভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন