সীমান্তে দিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় গিয়ে ফিরে আসেনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা কুটি মিয়া(৫০)। নিখোঁজ কুটি মিয়া দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্ল্যাহর ছেলে।স্থানীয় এলাকাবাসীর ধারণা ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত বা নিহত হয়েছেন।শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত কুটি মিয়া বাংলাদেশে ফিরে না আসায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে আহাজারি চলছে। কুটি মিয়ার স্ত্রী রত্না বেগম বলেন,আমার স্বামী বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিল। এখন পর্যন্ত তার কোন খোঁজ খবর পাচ্ছি না। কোথায় আছেন তাও জানি না।দোয়ারাবাজার থানার ওসি বলেন,লোক মুখে শুনতেছি আর অনেকেই বলছেন,ভারতীয় খাসিয়াদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু আমরা এখনো তাঁর আহত কিংবা নিহত হওয়ার খবর পাইনি। ভারতে তিনি কী অবস্থায় আছেন,সেটাও আমাদের জানা নেই। তারা ছয়জন ভারতে ঢুকে পাঁচজন ফিরে এসেছেন, এটা জেনেছি।বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনের বেলা দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ছয় বাংলাদেশি ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় খাসিয়াদের বাগান থেকে সুপারি আনার জন্য প্রবেশ করেন। বিকালে ফেরার সময় সুপারি বস্তায় ভরেন তারা। ভারতীয় খাসিয়ারা তাদের দেখে ফেলায় তারা দৌড়ে পালিয়ে বাংলাদেশের আসার চেষ্টা করে পাঁচজন সীমান্ত পার হয়ে আসতে পারলেও কুটি মিয়ার আর ফেরা হয়নি। তবে তখন গুলির শব্দ শোনা যায়। কুটি মিয়া সেই গুলিতে আহত বা নিহত হয়ে থাকতে পারেন।পালিয়ে আসা ছয়জন হলেন,ময়না মিয়ার ছেলে ইসহাক মিয়া (৫০),মৃত এরাবুল্লাহর ছেলে আকবর আলী (৩১),আইয়ুব আলীর ছেলে হানিফ মিয়া (৩০), জরিফ উদ্দিন (৪৫),অজুদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫) ও মৃত চাঁন মিয়ার ছেলে সোনা মিয়া (৫৫)। তাদের মধ্যে খোকন মিয়া ও হানিফ মিয়ার বিরুদ্ধে বিজিবির চোরাকারবারি মামলা রয়েছে। কুটি মিয়া ও জরিফ উদ্দিনও চোরাকারবারি বলে জানা গেছে।এব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের বলেন, “গতকাল (১০ এপ্রিল) ছয়জন ভারতের অভ্যন্তরে প্রায় ৭ থেকে ১০ কিলোমিটারে দূরে গিয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঁচজন ফেরত এসেছেন একজন এখন পর্যন্ত আসতে পারেননি।“তবে আমরা জানতে পেরেছি,ভারতে সুপারি চুরি করতে গিয়েছিলেন তারা। সেখানে কী অবস্থায় তিনি রয়েছেন, সে বিষয়ের তথ্যের জন্য আমরা কাজ করছি।তিনি আর বলেন,আমরা যেটা জানতে পেরেছি, তাদের ছয়জনই চোরাকারবারি। তাদের মধ্যে দুজনের নামে বিজিবির মামলা রয়েছে। ভারত থেকে ফেরা পাঁচজনই পলাতক রয়েছেন। তাদের আটক করতে আমাদের অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
নেত্রকোনায় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

নেত্রকোনার দুর্গাপুরে ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণ ও ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে Read more

বগুড়ায় বাড়িতে বিস্ফোরণ: নারীকে খুঁজছে পুলিশ
বগুড়ায় বাড়িতে বিস্ফোরণ: নারীকে খুঁজছে পুলিশ

রেজিয়া দীর্ঘদিন ধরে ওই বাড়িতে পটকা তৈরি করে বাজারজাত করে আসছিলেন।

শিশুদের মাঝে ১০ হাজার গাছের চার বিতরণ করেছে বাবুল্যান্ড 
শিশুদের মাঝে ১০ হাজার গাছের চার বিতরণ করেছে বাবুল্যান্ড 

ছয় বছরে পদার্পণ করলো শিশুদের বিনোদনভিত্তিক ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড। এবারের বিশেষ আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে শিশুদের মাঝে গাছের চারা বিতরণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন