চাঁদপুরের মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।শুক্রবার (১১ এপ্রিল) সকালে মুন্সীরহাট বাজারের নবীরের রঙ্গের দোকানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় এক ঘন্টা পর আগুনে নিয়ন্ত্রণে আসে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, নবীরের রঙ্গের দোকানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। এতে শরীফের রঙের দোকান, মুক্তারের হার্ডওয়ারের দোকান, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়ারের দোকান, বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসী, কুমিল্লার মিষ্টির ভান্ডার, একটি সেলুন ও মোহাম্মদ মনির হোসেন প্রধানের মার্কেটের কয়েকটি দোকানসহ ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে সাতটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।আরইউ
Source: সময়ের কন্ঠস্বর