ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে এবং স্থানীয় আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাম কম্পিউটার অপারেটর মো. আফজাল (৩৩)।জানা গেছে, আফজাল উপজেলার মোগড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কেউ থানায় অভিযোগ দাখিল করেনি। তবে, আমরা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আরইউ
Source: সময়ের কন্ঠস্বর