কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় উদ্বুদ্ধ হয়ে চুরি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চোর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার স্টাফ কোয়ার্টার রুমের সামনে চুরি করা মোবাইলটি গোপনে ফেলে গেছে যায়।জানা যায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমানের নিজস্ব মোবাইলটি রমজান মাসে কোয়ার্টার থেকে চুরি হয়ে যায়। বিষয়টা নিয়ে গত ৪ এপ্রিল জুম্মা নামাজের পূর্বে ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন উপস্থিত মুসল্লিদের সামনে চোরকে উদ্দেশ করে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মোবাইলটি গোপনে রেখে গেছে ওই চোর।মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান জানান, কোয়ার্টার থেকে চতুর্থ রমজানে মোবাইলটি চুরি হয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকেলে গোপনে মোবাইলটা ফেলে গেছে।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইমাম সাহেবের মোবাইল চুরির বিষয়টা শুনে শুক্রবার মসজিদে মুসল্লিদের উদ্দেশে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য চোরের উদ্দেশে বক্তব্য দিয়েছিলাম। এতে সম্ভবত চোর উদ্বুদ্ধ হয়ে মোবাইলটা ফেলে রেখে গেছে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর