রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে মারফত আলী তিন সহদর ভাইকে চাকু দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তারা উভয়ে বাউসা হেদাতিপাড়া গ্রামে বাসিন্দা।আহতরা হলেন, বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে জেকের আলী (৫০) ও আরশাদ আলী (৪০)। তাদের দু্ই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর ভাই একের আলীকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জেকের ও আরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।স্থানীয় সূত্রে জানা যায়, আরশাদ আলী সন্দেহ তাঁর স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই প্রতিবেশি আসমত আলী ছেলে মারফত আলীর ঝগড়ার সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল রাত ৮ টার দিকে মাঝপাড়া বাজারে মুনছুর আলী চায়ের দোকানে কাছে মারফত আলীর সাথে আরশাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারফত আলী কাছে থাকা চাকু দিয়ে কুপিয়ে আরশাদকে জখম করে। পরে তাকে বাঁচাতে তার ভাই জেকের আলী ও একের আলী এগিয়ে আসে। এ ঘটনায় তিন ভাইকে কুপিয়ে জখম করে মারফত আলী।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান বলেন, আহত জেকের ও আরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঘা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর