মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। এতে উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৯৮৮ জন অংশগ্রহণ করেন। এবার অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী।এদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মবর্তা মোসা. কামরুন্নাহার, সিরাজদিখান থানার ওসি সাহেদ আল মামুন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার বলেন, এবছর উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৯৮৮ জন অংশগ্রহণ করেছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৪২২ জন, ভোকেশনাল ২৮৭ ও দাখিল ২৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবার অনুপস্থিত ১২জন শিক্ষার্থী।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, সকাল ১০টা থেকে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে পরীক্ষা চলে। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। সুন্দরভাবে পরীক্ষা চলছে, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষা চলাকালীন সময়ে ২০০ গজের ভিতরে কেউই প্রবেশ করতে পারবেনা। এছাড়া ৭টি পরীক্ষা কেন্দ্রে ৭টি মেডিকেল টিম রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যদি কোন অনিয়ম হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ Read more

গাজার যুদ্ধবিরতি চুক্তিই ইসরায়েলে হামলা থেকে বিরত রাখবে ইরানকে
গাজার যুদ্ধবিরতি চুক্তিই ইসরায়েলে হামলা থেকে বিরত রাখবে ইরানকে

শুধুমাত্র গাজার যুদ্ধবিরতি চুক্তিই ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যক্ষ হামলা থেকে ইরানকে বিরত রাখতে পারে। মঙ্গলবার তিনজন সিনিয়র ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন