এক যুগেরও বেশি সময় ধরে ব্রীজের সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগে পড়েছে ময়মনসিংহ ফুলপুরে হাজার হাজার মানুষ।জানা গেছে, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়ার ঘোনাপাড়া গ্রামের খৈল্লা কুড়ি খালের উপর ওই ব্রীজটি নির্মাণের প্রথম বছর দুই পাশে মাটি ভরাট করা হলেও বন্যায় ভেঙ্গে নিয়ে যায়। পরে প্রায় ১ যুগ পার হলেও দুই পাশে নির্মাণ করা হয়নি কোন সংযোগ সড়ক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১১-১২ অর্থ বছরে ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ বিশিষ্ট ওই ব্রীজটি নির্মাণ করে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে। এত টাকা ব্যয় করে ব্রীজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এটি জনগণের কোন কাজে আসছে না। এই ব্রীজ দিয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় তিন গ্রামের মানুষ চলাচল করে থাকে। ঘোনাপাড়া গ্রামের নাজিম উদ্দিন বলেন, এটি নির্মিত হলেও কোন সুফল আমরা পাচ্ছি না। মালিঝি গ্রামের শাহনাজ পারভীন জানান, ব্রীজের সংযোগ সড়ক নাই, বাঁশের সাঁকো দিয়ে মেয়েকে মাদরাসায় নিয়ে যেতে ও আনতে হয় খুব কষ্ট হয়। ব্রীজ দিয়া লাভ কি। আমাদের দুর্ভোগ তো রয়েই গেল।এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআরএসআর
Source: সময়ের কন্ঠস্বর