কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষকান্দা গ্রামের হাজী আবদুল খালেকের ছেলে। মোহাম্মদ আলীর ভাতিজি মাসুমা আক্তার জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার জন্য যান মোহাম্মদ আলী। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর