২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৩০টি।সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৮ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৪ হাজার ৪৭৯জন ছাত্র এবং ৪ হাজার ৩৬৫ জন ছাত্রী রয়েছে। এসএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ১৭টি।মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৬১ জন। এর মধ্যে ১ হাজার ৩৭৯ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৯৮২ জন রয়েছে। মাদ্রাসা পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৭টি।এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ১ হাজার ১০৩ জন ছাত্র এবং ২৯৬ জন ছাত্রী রয়েছে। কারিগরি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৬টি।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল এসব তথ্য নিশ্চিত করে জানান, এবছরে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি বা সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর