মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের পর থেকে জমি ক্রেতা বিক্রেতা ও মুহুরাদের জিম্মি করে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। চাহিদা মত অর্থ দিতে না পারলে হয়রানীর শিকার হতে হচ্ছে যে কাউকে। দ্রুত সময়ের মধ্যে সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি তুলেছেন ভুক্তভোগীরা। সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ আদায় ভুমি মালিক ও মুহুরাদের সাথে অসৌজন্য মুলক আচরন ও কমিশন রেজিষ্টি না করায় চরম দূর্ভোগে পড়েছে ভূমি মালিকরা। এছাড়া সাব রেজিষ্ট্রার দলিল লেখকদের সাথে অসৌজন্য মূলক আচরন করেন অতিরিক্ত টাকা দেয়ার বিষয়ে চাপ দিতে থাকেন। টাকা না দেয়ায় মুহুরাদের হয়রানী করছে একারণে দলিল লেখকরা কয়েকবার কলম বিরতিও পালন করেছে।খাজনা খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকার পরও দলিল প্রতি মোটা অংকের উৎকোচ না দিলে সাব-রেজিষ্ট্রার দলিল স্বাক্ষর করছেন না বলে খোদ দলিল লেখক ও দাতা গ্রহীতারা অভিযোগ করেছেন। এ নিয়ে অফিস চত্বরে হর-হামেশা উচ্চবাচ্য ও হট্টোগোলের ঘটনা ঘটছে। এ অবস্থায় যে সকল গ্রহীতা উৎকোচ দিতে অনিচ্ছুক তারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। আর যারা বাধ্য হয়ে উৎকোচ দিচ্ছেন তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তথ্য বলছে এরআগে প্রতিদিন ২ শতাধিক দলিল রেজিষ্টি হলেও বর্তমানে ৩০ থেকে ৪০ টি দলিল রেজিষ্টি হচ্ছে ফলে ফাইলের স্তুপ পড়ে থাকছে। তাই দিনের পর দিন ঘুরেও জমি রেজিষ্টি করতে না পেরে হয়রানীর শিকার হচ্ছে ভুমি মালিকরা।  মহুরা সমিতির সাধারন সম্পাদক ফাকের আলী বলেন, সাব রেজিষ্ট্রার দলিল প্রতি অতিরিক্ত ৫শত টাকা করে দাবি করে। না দিলে হয়রানী করে।স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, দিনের পর দিন জমি রেজিষ্টি পড়ে থাকছে যার কারনে অনেক দাতা বাড়ি ফিরে গেছে এমনকি অনেক দাতা মারাও গেছে। হাড়াভাঙ্গা গ্রামের রাকিবুল ইসলাম বলেন, গত ৩ মাস হয়রানীর শিকার হচ্ছেন জমি রেজিষ্ট করার জন্য। তার মত হাজার হাজার মানুষ রাত পর্যন্ত বসে থেকে জমি রেজিষ্ট না করতে পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কাজিপুর গ্রামের আব্দুল আলিম বলেন, একটি জমি বিক্রি করবো পরপর তিন দিন এসেছি তবুও রেজিষ্টি হয়নি।ধর্মচাকী গ্রামের লিটন মাহমুদ বলেন,ইতোপূর্বে প্রতিদিন ২ শতাধিক দলিল রেজিষ্টি হলেও সাব রেজিষ্টারের অদক্ষতা ও ঘুষ, দূর্নীতির কারনে বর্তমানে ৪০ টির বেশি দলির রেজিষ্টি হয়না।  দক্ষ সাবরেজিষ্টার দেওয়ার দাবি করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাব রেজিষ্টার নাইমা ইসলাম কথা বলতে রাজি হয়নি। খুলনা বিভাগীয় রেজিস্ট্রি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান খাঁন বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যস্থা নেয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৫ বছরেও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
৪৫ বছরেও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাণ Read more

যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 
যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 

যশোরে আদালত থেকে হাজত খানায় নেয়ার পথে হত্যা মামলার আসামি জুয়েল খান হ্যান্ডকাপসহ পালিয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা দায়রা জজ Read more

ট্রেনে ঢিল মারা নিয়ে সমালোচনার মুখে তিতুমীর কলেজের আন্দোলনকারীরা
ট্রেনে ঢিল মারা নিয়ে সমালোচনার মুখে তিতুমীর কলেজের আন্দোলনকারীরা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্দোলন চালানোর সময় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে কয়েকজনকে আহত করার পর এ Read more

রিয়ালের জার্সিতে শিরোপার চূড়ায় মদ্রিচ
রিয়ালের জার্সিতে শিরোপার চূড়ায় মদ্রিচ

ম্যাচে সবটা আলো কেড়ে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নামলেন, চোখ ধাঁধানো খেলা উপহার দিলেন, গোল করলেন, দলকে শিরোপা জেতালেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন