রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় বাসা থেকে হাতের দুটি স্বর্ণের বালা একটি চেইনের নকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে বলে জানা গেছে। পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বর্তমানে সারদহ পুলিশ একাডেমীতে কর্মরত আছেন। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, গত মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান। সেখানেই সপরিবারে থাকেন। তার স্ত্রী রাজশাহী থেকে প্রতিদিনই স্কুল করে প্রায় এই বাড়িতে আসেন। পরে বিকেলে রাজশাহীতে যান। রাতে বাড়িতে কেউ থাকেনা। এই সুযোগে চোরের দল রাতের কোন এক সময় বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তরদিকের রান্না ঘরের গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করেছে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ভিতরে ঢুকে দেখতে পায়, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উত্তরদিকের দরজার তালা কাটা। ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট ও রুপার তোড়া । যার আনুমানিক মূল্যে ৬০ হাজার টাকা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরি হওয়ার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর