ময়মনসিংহে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে এ স্মারকলিপি তুলে দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।এ সময় ৫ দফা দাবি উল্লেখ করে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম বাবুল বলেন, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানের আওতাভূক্ত করে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করতে হবে। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ৮ বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবকাঠামো/ ভবন নির্মাণ করতে হবে।এছাড়াও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাহার আলী বলেন, আমাদের দাবী-দাওয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি আমরা জমা দিলাম, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে সমস্ত জেলা-উপজেলা এবং সমস্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কঠিন কর্মসূচি ঘোষণা করবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবী-দাওয়া পূরণের আহ্বান জানাই। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর