কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে পৃথক দুটি ঘটনায় দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হোজাইফা (৪), মাসুদুল ইসলাম (৪) ও মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম (২৭)।বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাতামুহুরী নদীর বিয়ারীপাড়া আবু ছৈয়দ মাঝির ঘাট এলাকা থেকে দুই শিশুর এবং সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া পয়েন্ট থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিশু মাসুদুল ইসলাম কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাশেদুল ইসলামের পুত্র এবং হোজাইফা সাতকানিয়া এলাকার ছাবের আহমদের কন্যা। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। অন্যদিকে নিহত আবদুল কাইয়ুম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মৃত নুর ছোবাহানের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে হোজাইফা ও মাসুদুল নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীর চোরাবালিতে আটকে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেন।অন্যদিকে, মঙ্গলবার বিকেলে মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম জালিয়াপাড়া মন্ডলপাড়ার নদীপাড়ে গেলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। রাতভর খোঁজাখুঁজির পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নদী থেকে দুই শিশু ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।এদিকে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে মাতামুহুরী নদীর পাড়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর