নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে আটপাড়া থেকে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী। এর আগে গতকাল মঙ্গলবার রাতে আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক অন্তর মিয়া (২১) উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।পরিবার ও সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী যুবক কর্তৃক ওই শিশুর ঘরে ঢুকে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া নামের যুবক পালিয়ে যায়। মায়ের মৃত্যুর পর শিশুটি একাই থাকতো। বাবা কাজের জন্য বাইরে থাকায় একা পেয়ে এ ঘটনা ঘটায়। রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নেত্রকোনা পাঠায়। নেত্রকোনা থেকে ময়মনসিংহ পাঠিয়ে দেয় মমেক।এব্যাপারে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার এস এম এ সেলিম জানান, তারা খোঁজ নিয়ে ময়মনসিংহের সাথে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা করেছেন। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, আমি খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে যাই এবং মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলি। ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান। এআই
Source: সময়ের কন্ঠস্বর