রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী শমী কায়সারকে একই থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার দেখানো এ মামলাটিও হত্যাচেষ্টার বলে জানা গেছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য।জানা গেছে, উত্তরা পূর্ব থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বুধবার মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফয়সাল ইশতিয়াক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় গত বছর ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। ওই মামলায় গত বছর ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।ওই মামলায় সিএমএম ও মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। সে অনুযায়ী, হাইকোর্ট গত ১২ মার্চ জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন।এর আগে, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। তার আগে, গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের নামকরা অভিনেত্রী। ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া, পান্নার বোন। সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ড. ইউনূসের’ 
‘অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ড. ইউনূসের’ 

দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ Read more

যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ হামাসের, ইসরায়েল বলছে তাদের ‘মনঃপূত’ হয়নি
যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ হামাসের, ইসরায়েল বলছে তাদের ‘মনঃপূত’ হয়নি

প্রস্তাবের সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে, শর্ত পূরণ হলে হামাস "সারাজীবনের জন্য শত্রুতামূলক কার্যকলাপ" বন্ধ করতে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

ফুটবল কোপা আমেরিকা  ফাইনাল

শাহজিবাজার কোম্পানির কমেছে মুনাফা
শাহজিবাজার কোম্পানির কমেছে মুনাফা

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রান্তিক সংক্রান্ত আর্থিক প্রতিবেদনের তথ্য পরিবর্তন করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন