চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুইটি ম্যাচ ছিল। এক ম্যাচে রিয়ালকে আতিথ্য দিয়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন ও ইন্টার। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ১৭ মিনিটের ঝড়ে উড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে ইউরোপিয়ান কমপিটিশনে বায়ার্নের ২২ ম্যাচের অজেয় যাত্রা থামিয়েছে ইন্টার মিলান।আর্সেনাল ৩-০ রিয়াল মাদ্রিদচ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। রাইসের জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন মিকেল মেরিনো। প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় আর্সেনাল, বিস্ময়করভাবে এর ১১টিই ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে রিয়াল ৯ শটের কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পারে।প্রথমার্ধ থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্সেনালে। প্রথম হাফে কোনো গোল না হলেও, পাঁচটি শট নেয় গানাররা। যার চারটি ছিল লক্ষ‍্যে। তবে দ্বিতীয় হাফে আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। ৫৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রাইস। যা ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।৭০তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন রাইস। পোস্ট ঘেঁষে যাওয়া তীব্র গতির শট ফেরানোর কোনো সুযোগই পাননি কোর্তোয়া। ৭৫তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মারিনো। ডি বক্সের মাথায় লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার।যোগ করা সময়ের শেষ দিকে হতাশা প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। বায়ার্ন মিউনিখ ১-২ ইন্টার মিলানরাতের আরেক কোয়ার্টার ফাইনালে বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। নিজেদের মাঠে ২২ ম্যাচের অজেয় যাত্রা থামল বায়ার্নের। ইউরোপ সেরার আসরে সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল বাভারিয়ানরা।ইন্টারের রক্ষণে চাপ ধরে রেখে প্রথমার্ধে ৭ শটের চারটি লক্ষ্যে রাখে বায়ার্ন। তবে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি তারা। উল্টো ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সফরকারীদের এগিয়ে দেন। যেটি ছিল ইন্টারের প্রথম লক্ষ্যে রাখা শট।ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন লাউতারো মার্টিনেজ।দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। অবশেষে সেই সমতা আসে ম্যাচের ৮৫তম মিনিটে। মুলার বায়ার্নকে সমতায় ফেরান। কিছুদিন আগেই এই জার্মান ঘোষণা দিয়েছিলেন, চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়ছেন তিনি। তবে লিড আবারও ফিরে পেতে দেরি করেনি ইন্টার। ৮৮তম মিনিটে ফ্রাত্তেসি ইন্টারের হয়ে গোল করেন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথ অনেকটা সহজ হয়ে গেল ইন্টারের। আগামী ১৬ এপ্রিল ইন্টারের মাঠে যাবে বায়ার্ন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় অটোরিকশা বন্ধ করা কতটা কঠিন?
ঢাকায় অটোরিকশা বন্ধ করা কতটা কঠিন?

“কালকে রাতে আমার আব্বা কল দিছে, টাকার লইজ্ঞা। কী করমু? কালকে ইনকাম করছি মাত্র ৭০০ টাকা। তার মাঝে জমা দেওয়া Read more

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা
চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত যুবকের খোঁজ মিলেছে, যদিও Read more

আ.লীগের গণজমায়েত চলছে, শোকমিছিল কাল
আ.লীগের গণজমায়েত চলছে, শোকমিছিল কাল

ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন