ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে সংহতি সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা৷ একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৃথক-পৃথক বিজ্ঞপ্তিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।রবিববার (৬ এপ্রিল) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবারের ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি সফল করতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পরাশক্তিদের মদদে ইজরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনসমূহের সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে উল্লেখ করে বলা হয়, সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনসমূহের এমন নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একই সঙ্গে, আগামী ৭ এপ্রিল ২০২৫, সারা বিশ্বে অনুষ্ঠিতব্য ‘দ্য ওয়ার্ল্ড স্টন্স ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে উক্ত দিনের সব ক্লাস-পরীক্ষা বর্জন করছে।একইদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব রেজওয়ান আহমেদ রিফাত এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই সমাবেশের কথা জানান।সারাবিশ্বের মুক্তিকামী মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিবাদে অংশ নেয়ার আহ্বানও জানিয়েছেন সংহতি সমাবেশের উদ্যোক্তারা। কেন্দ্রীয়ভাবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৪টায় এই সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘একটু কষ্ট হবেই’-ফাইনালে হেরে মার্করাম 
‘একটু কষ্ট হবেই’-ফাইনালে হেরে মার্করাম 

দলের ভেতরে নিজেদের একতা, একাগ্রতা, শৃঙ্খল পরিবেশের কারণে দারুণ খুশি মার্করাম।

বিচারপতিদের অপসারণের ষোড়শ সংশোধনী ঘিরে যা যা হয়েছিল
বিচারপতিদের অপসারণের ষোড়শ সংশোধনী ঘিরে যা যা হয়েছিল

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল বা বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়া অবৈধ ঘোষণা করা হলে বাংলাদেশের সরকার ও বিচার Read more

হেফাজতের আপত্তির মুখে বন্ধ নারায়ণগঞ্জের লালন মেলা, যা ঘটেছে
হেফাজতের আপত্তির মুখে বন্ধ নারায়ণগঞ্জের লালন মেলা, যা ঘটেছে

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম ও স্থানীয় মুসল্লিদের আপত্তিতে বন্ধ হয়ে গেছে লালন ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ নামের একটি অনুষ্ঠান। মেলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন