ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার এই যাত্রা যেন আরেক যুদ্ধ! দক্ষিণাঞ্চলের ২১ জেলার কর্মজীবীরা গত শুক্রবার থেকেই ঢাকামুখী হতে শুরু করেছেন, কিন্তু রোববার (৬ এপ্রিল) সেই ভিড় কয়েকগুণ বেড়েছে। সকাল থেকেই ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে যেন এক বিশাল জনস্রোতের সাক্ষী। একের পর এক বাস ছুটছে, কিন্তু এতেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কেউ সিটের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কেউ দাঁড়িয়ে গাদাগাদি করে যাচ্ছেন, আর অনেকে বাধ্য হয়ে গুনছেন অতিরিক্ত ভাড়া।পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসের যাত্রী রাসেল  দীর্ঘশ্বাস ফেলে বললেন, আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসে ওঠার কোনো উপায় নেই। সব সিট ভর্তি, দাঁড়িয়ে গেলেও গায়ে গায়ে ঠেসে যেতে হচ্ছে। তার ওপর ভাড়া দ্বিগুণ, ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা।আরেকজন যাত্রী আলামিন হতাশার সুরে বললেন, ভোর থেকে এত ভিড় যে মনে হচ্ছে, পুরো দক্ষিণাঞ্চলের মানুষ একসঙ্গে ঢাকায় ফিরছে! বাসে উঠতে পারলেই হলো, মালিকরা যা খুশি তাই ভাড়া নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে, যেতে চাইলে যান, না হলে থাকেন!কর্মজীবীরা প্রতিবারের মতো এবারও একই প্রশ্ন তুলছেন এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে কবে? নাকি প্রতি ঈদের পর আমাদের এভাবেই ফিরে যেতে হবে এক অনিশ্চিত যাত্রায়? অতিরিক্ত ভাড়ার বিষয়টি সবার নজরে  থাকার পরও বাস মালিকদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন, অতিরিক্ত ভাড়া আদায় করছেন, অথচ কেউ কিছু বলতে পারছে না।অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়ম। হয়রানির স্বীকার হচ্ছেন সংবাদকর্মীরাও। গণমাধ্যমকর্মীরা ঢাকামুখী ভিড়ের ছবি তুলতে গেলে তারা মনে করেন তাদের অতিরিক্ত চাঁদা আদায়ের ছবি তুলছে।  ঢাকামুখী পরিবহন ও যাত্রীদের ভিড়ের ছবি তুলতে গেলে সময়ের কন্ঠস্বরের প্রতিবেদকের ক্যামেরা কেড়ে নেন বাস কর্তৃপক্ষ। শিবচর উপজেলার অফিসার ইনচার্জ মো. রতন শেখ বলেন, ইউএনও মহোদয় সাংবাদিক হেনস্থার বিষয়টি আমাকে জানিয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত ভাড়া আদায় ও সংবাদকর্মী হেনস্থার ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম সময়ের কন্ঠস্বরকে বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়গুলো নিয়মের মধ্যে আনার চেষ্টা করি। সাংবাদিক হেনস্তার ব্যাপারে সেনাবাহিনী ও ওসিকে জানানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসি পরীক্ষার হলে গাঁজা ও নকলসহ ধরা পড়লো শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষার হলে গাঁজা ও নকলসহ ধরা পড়লো শিক্ষার্থী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজাসহ ম্যাজিস্টেটের হাতে ধরা পড়েছে ৩ পরীক্ষার্থী।

‘বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না’- মোদীর উদ্দেশে মমতা
‘বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না’- মোদীর উদ্দেশে মমতা

বিজেপির ডাকা ধর্মঘট ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা, পুলিশি ধরপাকড় আর একইদিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর Read more

সম্ভল-আজমির শরিফ ছাড়া যে ১০টিরও বেশি উপাসনাস্থল নিয়ে ‘মন্দির-মসজিদ’ বিতর্ক চলছে
সম্ভল-আজমির শরিফ ছাড়া যে ১০টিরও বেশি উপাসনাস্থল নিয়ে ‘মন্দির-মসজিদ’ বিতর্ক চলছে

অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ মামলার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ২০১৯ সালে। এই মুহূর্তে দাঁড়িয়ে কমপক্ষে ১২টি ধর্মীয় স্থান Read more

শ্রীলঙ্কার প্রধান কোচের পদত্যাগ
শ্রীলঙ্কার প্রধান কোচের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুবই বাজে কেটেছে শ্রীলঙ্কার। ব্যর্থতাকে সঙ্গী করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লঙ্কানরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন