চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মা জুলেখা খাতুন (৫৫)। শুক্রবার (৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুল হক।জানা যায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই ইয়াসিন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত মা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল ভূজপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি,ঘাতককে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি। এনআই
Source: সময়ের কন্ঠস্বর