গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবা র(৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর থেকে বাবা ও কন্যা মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।পথিমধ্যে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৬ বছরের কন্যা নিহত হন, বাবা গুরুতর আহত হনদুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান।নিহত কিশোরীর মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহত কন্যার পরিচয় নিশ্চিত করা যায়নি।এনআই
Source: সময়ের কন্ঠস্বর