চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে আকতার জাহান (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের মনির বাপের ভিটায় এ ঘটনা ঘটে। এদিকে স্ত্রী মৃত্যুর সাথে সাথে হাসপাতাল থেকে পালিয়েছে তার স্বামী।আকতার জাহান ওই এলাকার সোলেমান রুবেলের মেয়ে ও ২ সন্তানের জননী। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের পরপরই বিষ পানের একজন রোগী নিয়ে আসে রোগীর স্বজনরা এবং দ্রুত যাবতীয় ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়। পরক্ষণে নিয়মিত চিকিৎসার জন্য বেডে নেওয়ার পথে হঠাৎ লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়।স্থানীয়রা জানিয়েছে, রোগী মারা যাওয়াতে তার স্বজনরা উত্তেজিত হয়ে রোগীর সাথে আসা শাশুড়িকে মারধর করে, সেটা দেখে স্বামী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে, তবে নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আকতার জাহান নামের এক গৃহবধূর লাশ থানা হেফাজতে আনা হয়েছে, লাশ রেখে স্বামী পালিয়ে যাওয়াতে বিষয়টি সনাদেহজনক মনে হচ্ছে।ময়না তদন্ত রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে, পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর