চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদাভ্যালী চা বাগান অবৈধভাবে একতরফা পানি উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রসাশন।শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বারোমাসিয়া খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, বারোমাসিয়া সেচ প্রকল্প থেকে পানির দিক পরিবর্তন করে একতরফা পানির পাম্প দিয়ে মিনিটে প্রায় ১২০০ লিটার পানি উত্তোলন করছে। এতে প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতি করছে হালদাভ্যালি চা বাগান। অভিযোগ পেয়ে হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশন বন্ধ করা হয় ও পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জানা যায়, প্রান্তিক কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১৯৮০ সালে উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকায় একটি মাঝারি ধরনের স্লুইসগেট স্থাপন করে সরকার। প্রতিবছর শুষ্ক মৌসুমে এটি ব্যবহার করে শত শত কৃষক তাদের চাহিদামতো বোরো চাষাবাদ করেন। কিন্তু প্রতি বছরই বাগান কর্তৃপক্ষের গোয়ার্তুমির কারণে এলাকার শত শত কৃষক তাদের চাহিদামতো চাষাবাদ করতে পারেন না। ফলে কৃষকরা বিষয়টি উপজেলা প্রসাশনকে অভিযোগ করে এ অভিযান পরিচালনা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, “ভবিষ্যতে একতরফা পানি উত্তোলন করা হলে হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাওজিয়া ফারিয়া ক্যাম্পাসের ‘কেক আপা’ 
ফাওজিয়া ফারিয়া ক্যাম্পাসের ‘কেক আপা’ 

উদ্যোক্তা হওয়ার যাত্রাপথ সবার সমান হয় না। অনেকে পুঁজি নিয়ে শুরু করেন, অনেকে শুরু করেন শূন্য হাতে।

কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’
কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আগামী রোববার (২৬ মে) সকালের দিকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। শনিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন