নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আলবার্ট সরেন (৪০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএচটি) কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার লক্ষীতাড়া গ্রামের রাফায়েল মার্ডির ছেলে। দূর্ঘটনায় পত্নীতলা উপজেলার গগনপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। রুবেল হোসেন (৩৬) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আরো ৩জন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, কয়েকজন বন্ধুরা মিলে ঈদের আনন্দে উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। পরে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে ৩টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তৈরি হয়। এতে একজন মারা যায়। পাশাপাশি ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের সেলু মার্ডির ছেলে ইশ্বর মার্ডি এবং পত্নীতলা উপজেলার গগনপুর এলাকার আব্দুল খালেক (৩০) এবং মোঃ ভুট্টু মিয়া (৩০) আহত হয়।তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর