বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় খোরশেদ আলম(৬৫) নামে এক শ্রমীকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ।বৃহস্পতিবার (০৩ এপ্রিল ) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে তাকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তার খোরশেদ আলম(৬৫) উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার মৃত ছগির আহম্মদ পুত্র। তিনি উপজেলা শ্রমীক লীগের নেতা।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার আমিরাবাদ নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় লোহাগাড়ায় বেশ কয়েকটি ও পাচঁলাইশ থানার ফয়সাল আহম্মেদ শান্ত হত্যার মামলা রয়েছে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর