ভ্রমনপিয়াসী, বিনোদন প্রেমী, এডভেঞ্চার প্রিয় প্রায় লাখো পর্যটকদের পদচারনায় মুখরিত এখন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। রমজানের একমাস বন্ধ থাকার পরে পর্যটকদের এমন সমাগমে উজ্জীবিত পর্যটন সংশ্লিস্ট ব্যবসায়ীরা। ঈদের প্রথম দিন সোমবার থেকে পর্যটকের আগমনে এখন মুখরিত মিস্্রীপাড়া, গঙ্গামতি, ঝাউবন, তিন নদীর মোহনা, লেম্বুর বন, বাউলি বন, ক্রাব আইল্যান্ড, শুটকি পল্লী, ফিসফ্রাই পল্লীসহ সকল পর্যটন স্পট। আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ নৌ-পুলিশ, ফায়ার সাভিসসহ জেলা ও উপজেলা প্রশাসন।একই বেলাভ‚মিতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার দেশের একমাত্র সৈকত কুয়াকাটা। ১৮ কিলোমিটার দীর্ঘ এ বেলাভ‚মির একদিকে রয়েছে নি:সীম জলরাশি, অপরদিকে সবুজ অরন্য। উপজাতি রাখাইন স¤প্রদায়ের জীবনাচারনসহ শ্রীমংগল ও সীমা বৌদ্ধ বিহার, পুরাকীতির্র নৌকাসহ সমুদ্রগামী জেলেদের প্রতিদিনকার জীবনাচারন, ইতিহাস-ঐতিহ্য কুয়াকাটাকে করেছে আরো সমৃদ্ধ। এরই টানে সাগরকন্যা কুয়াকাটায় অবকাশ যাপনে বিভিন্ন উৎসবের ছুটিতে ছুটে আসছে হাজারো পর্যটক। এরই ধারাবাহিকতায় এবার ঈদ-উল-ফিতরের টানা ৬ দিনের ছুটিতে ঈদের প্রথম দিন থেকে প্রতিদিন প্রায় লাখো পর্যটকের সমাগমে উৎসব আমেজ বিরাজ করছে সাগরকন্যায়। খালি নেই হোটেল-মোটেল-কটেজ-রিসোর্টের কোন কক্ষ। সকল আবাসিক হোটেল, মোটেল, কটেজ, রিসোর্ট সব কানায় কানায় পূর্ণ। বুকিং না থাকায় অনেক পর্যটক পড়েছেন ভোগান্তিতে। খাবার হোটেলে খাবার না পেয়ে অনেককেই পড়তে হয়েছেন। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট বিপনী বিতানগুলোতে। ভীড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা। বিক্রি বেড়েছে শুটকী মাকের্টে। সরেজমিনে দেখা যায়, সমুদ্র নোনা জলে গাঁ ভাসিয়ে আগত পর্যটকরা আনন্দ উল্লাসে মাতোয়ারা। কেউবা প্রিয়জনের সাথে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন। ১৮ কিলোমিটার সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন অনেকে। অনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরে আছরে পড়া ঢেউ সহ প্রকৃতিকর অপার সৌন্দর্য। স্পীডবোটে মাঝ সমুদ্রে ঘুরে আসছেন কেউবা। সুন্দরবনের দক্ষিনাংশের ফাতরার বন টেংরাগিরি বন ঘুরে আসছেন অনেকে পর্যটক নিয়ে। কেউবা সাগর পাড়ি দিয়ে ছুটছেন সমুদ্র বক্ষে জেগে ওঠা নতুন দ্বীপ চর বিজর দেখতে।   কুয়াকাটায় ট্যুরিজম ব্যবসায় জড়িতরা জানান, ২০২১ সালে ১২ লাখেরও বেশি পর্যটকের আগমন ঘটে কুয়াকাটায়। যা গড়ে প্রতিমাসে ছিল ১ লক্ষ। পদ্মা সেতু চালুর পর মাত্র ৫ মাসে এ সংখ্যা তিনগুন ছাড়িয়ে গেছে। আধুনিক পর্যটন সুবিধা ও নান্দনিক স্থাপত্য শৈলীতে অন্তত: অর্ধশতাধিক হোটেল-মোটেল-কটেজে ও রেস্তোরা ইতোমধ্যে নতুন করে র্নিমান হয়েছে। তবে বিগত মৌসুম থেকে পর্যটন ব্যবসায় ছিল চরম মন্দা। লাভ না হলেও এবারের পর্যটক আগমনে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।  তবে সৈকতের অব্যাহত ভাংগন, অভ্যন্তরীণ অবকাঠামোর ভগ্নদশা, অপরিচ্ছন্ন সৈকত, নিদৃস্ট প্লে জোন, সুইমিং জোন না থাকাসহ আবাসিক হোটেলের সংকটে আগত পর্যটকদের মধ্যে হতাশ তৈরি হচ্ছে। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির দুর্বল কার্যক্রম, পানি উন্নয়ন বোর্ড ও পর্যটন কর্পোরেশনের দুর্বল ভ‚মিকা নিয়েও ক্ষোভ অনেক পর্যটক ও ব্যবসায়ী। পরিবার নিয়ে নাটোর থেকে আসা পর্যটক জোসেপ বলেন, সকালে সৈকতে এসে প্রভাতের দক্ষিনের হিমেল হাওয়া মনে যে প্রশান্তি এনে দিয়েছে তা এ জীবনে পাইনি। সবাইকে সাথে নিয়ে সাগরের লবন জলে সাঁতার কেটে যাত্রা পথের ক্লান্তি দূর হয়ে গেছে। যশোর থেকে আসা জয়নুল আবেদীন বলেন, বুকিং না থাকায় ভাল মানের হোটেলে কক্ষ পাইনি। অনেক সময় ঘুরতে হয়েছে। খাবার দোকানেও একই আবস্থা। হোটেল ফ্রেন্ডস পাক ইনের ব্যবস্থাপক পারভেজ জানান, রুম সব আগেই বুকিং হয়ে গেছে। সম্মানিত অনেক পুরনো গেস্ট কক্ষ না ফিরে গেছে। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের সহাকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ৪ স্তরের নিচ্ছিদ্র নিরপত্তায় মাঠে কাজ করছে টুরিস্ট পুলিশ। সাদা পোশাকের পুলিশ সদস্য, থানা পুলিশ, নৌ-পুলিশসহ ফারার সার্ভিসের সদস্যরাও মাঠে কাজ করছে। পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমন উপভোগ করতে পারে সেজন্য ২৪ ঘন্টাই তৎপর রয়েছে প্রশাসন ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের যেসব দেশে বুধবার ঈদ উদযাপন হবে
মধ্যপ্রাচ্যের যেসব দেশে বুধবার ঈদ উদযাপন হবে

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশের মুসলমানরা এক মাস সিয়াম সাধনার পর বুধবার ঈদুল ফিতর পালন করতে যাচ্ছে। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন