জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী তে উদ্যোক্তা গোলাম মোস্তফা   তিনি পরিত্যক্ত পলিথিন বর্জ্য থেকে তৈরি করছেন ডিজেল ও পেট্রোল । শিগগিরই পোড়া পলিথিনের কালি থেকে ছাপাখানা, প্রিন্টার ও ফটোকপির কালি উৎপাদনও শুরু করবেন বলে জানান গোলাম মোস্তফা।  দেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি পলিথিন থেকে রক্ষা পাওয়ার এই উদ্যোগে বেশ খুশি স্থানীয় লোকজনসহ অনেকেই। তাঁর এই অভূতপূর্ব উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদরা। সহযোগিতা পেলে বর্তমান কারখানাটিকে আরও বড় পরিসরে এবং দেশের ৬৪ জেলায় অনুরূপ কারখানা স্থাপনের স্বপ্ন দেখেন এই পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা।আমাদের দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন বর্জ্য। দৈনন্দিন জীবনে পলিব্যাগ ও পলিপ্যাকেট অত্যাবশ্যকীয় উপকরণ হওয়ায় এইসব পরিত্যাগ করা যাচ্ছে না। আবার সহজে পচনশীল না হওয়ায় ব্যবহৃত পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক যত্রতত্র ফেলার ফলে আমাদের চারপাশের নদী-নালা, খাল-বিলসহ ড্রেনেজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ঊর্বরা শক্তি হ্রাসসহ নানাভাবে চারপাশের ভূমিকে দূষিত করছে। ফলে আমাদের চারপাশের সামাজিক পরিবেশ এই পলিথিন বর্জ্যের কারণে আজ মারাত্মক হুমকির মুখে।হুমকি থেকে সামাজিক পরিবেশ রক্ষায় এবং পেট্রোল ও ডিজেলের  মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ উৎপাদন এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় বেশ খুশি গোলাম মোস্তফা নিজেও। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন দেখতে প্রতিদিন তাই উৎসুক মানুষ ভিড় করছে তার নিজ বাড়িতে।  বৃহস্পতিবার( ৩ এপ্রিল)  নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ও ডেমোনেস্ট্রেশন এর মাধ্যমে এসব কথা তুলে ধরেন। তিনি জানান, ২০১৬ সন থেকে আমি এ উদ্যোগটি গ্রহণ করি। বর্তমানে মোস্তফার  কারখানাটিতে প্রতিদিন ৬০ কেজি পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে ৩০-৩৫ লিটার পেট্রোল ও ডিজেল  উৎপাদন করছেন। এই পরিমাণ উৎপাদনে সর্বসাকল্যে তার ব্যয় হচ্ছে ৮ শ থেকে ১ হাজার টাকা। দৈনিক নিট মুনাফা হচ্ছে ৩ থেকে ৪ হাজার।  আগামীতে কালি উৎপাদন প্রক্রিয়া শুরু করলে লাভের মুনাফার সাথে অতিরিক্ত টাকা যোগ হবে। কারখানাটি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। তাঁর এই কারখানায় কর্মসংস্থান তৈরি হয়েছে ৩-৫ জন পুরুষ ও নারী শ্রমিকের।পলিথিনকে সামাজিক পরিবেশ, মাটি, পানি ও বায়ু দূষণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি জানান, পলিথিন বর্জ্যকে উচ্চমাত্রায় হিট দেওয়ার ফলে পলিথিনের হাইড্রোকার্বনের চেইন ভেঙে যায়। হাইড্রো কার্বনের চেইন ভেঙে যাওয়ার ফলে লিকুইড গ্যাস তৈরি হয়। সেই লিকুইড গ্যাস ধীরে ধীরে পরিবর্তন হয়ে প্রতিটি চেম্বার হয়ে কলিন কনডেনসারে প্রবেশ করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে পেট্রোল, ডিজেল ও পেট্রোল  আলাদা হয়ে যায়। পেট্রোল ও ডিজেল  আলাদা হয়ে ওয়াটার ফিল্টারের মাধ্যমে পরিষ্কার হয়ে চেম্বারের যে জ্বালানির জায়গা আছে, সেখানে গিয়ে জমা হয়।পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের এই প্রক্রিয়াটিকে বলা হয় পাইরোলাইসিস প্রসেস। এই প্রক্রিয়ায় পলিথিন বা প্লাস্টিককে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া ঘটিয়ে পলিথিনের অণুগুলো আলাদা করা হয়। যার মাধ্যমে তরল গ্যাস উৎপন্ন হয়। এই তরল গ্যাস আস্তে আস্তে তাপমাত্রা  হ্রাস হওয়াতে ঘনীভূত হতে শুরু করে। নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর এই তরল গ্যাস পেট্রোল ও ডিজেলে পরিণত হয়ে আলাদা আলাদা পাত্রে জমা হতে থাকে।তিনি জানান, বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মান নির্ণয়ের ফলাফলে পলিথিন থেকে উৎপাদিত এই জ্বালানি তেলের মান হচ্ছে ৯৩.৫৬। যা নর্মাল জ্বালানি থেকে ১.৫৬ পার্সেন্ট জ্বালানি ক্ষমতা বেশি এবং পুরোপরি লো কার্বনের জ্বালানি। এতে করে নর্মাল জ্বালানির চেয়ে বেশি রান করে যানবাহন। আর এই জ্বালানি পরিবেশের জন্য পুরোপুরি ক্ষতিমুক্ত।এই কারখানা পরিচালনায় তিনি সবার সহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে বলেন, নতুন উদ্যোক্তাদের তিনিও তার কারখানা ভিজিট, পরামর্শ ও সহযোগিতা উন্মুক্ত রেখেছেন। তাদের সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত তিনি। তবে নতুন কিছু শুরুর আগে বুঝে শুনে শুরু করার আহ্বান তাঁর।নিজেদের এলাকায় ব্যতিক্রমী ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এমন একটি কারখানা গড়ে ওঠায় বেশ খুশি এলাকার লোকজনও। তারা এই উদ্যোগের জন্য উদ্যোক্তাকে সাধুবাদ জানান। আবার হাতের নাগালে সাশ্রয়ীমূল্যে জ্বালানি তেল পাওয়ায় খুশ ক্রেতারাও।এ বিষয়ে সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কবি আজিজুর রহমান জানান, সানন্দবাড়ী তথা দেশের বিভিন্ন স্থানে পলিথিন ও  প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরুপ। এ সমস্ত পলিথিন,  প্লাস্টিক বর্জ্য গলিয়ে ডিজেল, পেট্রোল ও জ্বালানি উৎপাদনের উদ্যোগটি সুন্দর তবে সেটি পরিবেশ সম্মত হলে ভালো হয়।ময়মনসিংহ সরকারি মোমিনুননেছা মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম আকন্দ  বলেন, পরিবেশের জন্য যদি এটা উপকারী হয়, পরিবেশবান্ধব কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এ বিষয়ে ঢাকা মোহাম্মদপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম জানান, বিকল্প পদ্ধতিতে উৎপাদিত এই জ্বালানী বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী কিনা এবং পরিবেশগতভাবে ক্ষতিকারক কিছু আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা দরকার।  এক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন।পলিথিন বর্জ্য পরিবেশের জন্য বড় একটি সমস্যা  এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ( অতিরিক্ত দায়িত্ব)  অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, পলিথিন বা প্লাস্টিক বর্জ্য হতে জ্বালানী পদার্থ যথা ডিজেল, পেট্রল বা অক্টেন উৎপাদনে পারভেজের উদ্যোগ ও প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এ ধরণের উৎপাদন বানিজ্যিকভাবে করা গেলে তা যেমন পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে তেমনি জ্বালানীর চাহিদা পূরণেও সহায়ক ভূমিকা রাখবে। তবে এটা পরিবেশবান্ধব কিনা ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত Read more

দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

আমান আযমী জামায়াতের প্রতিনিধিত্ব করেন না: সেক্রেটারি জেনারেল
আমান আযমী জামায়াতের প্রতিনিধিত্ব করেন না: সেক্রেটারি জেনারেল

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে সমালোচিত হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন