বাঁশখালীতে ধর্ম উপধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ‘বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।’তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদেরকে হানাহানি মারামারি ও কলহ মুক্ত হতে হবে। আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।’বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এক ঈদ পুর্ণমিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এসএম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।বিকেলে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান।এসময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভা হেফাজতে ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা হেফাজতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন জসিম উপস্থিত ছিলেন।এমআর
Source: সময়ের কন্ঠস্বর