বরগুনার তালতলীতে রিপন মৃধা ও জলিল মৃধার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে এলাকার দুই নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচার দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফকিরহাট থেকে রিপন মৃধা ও জলিল মৃধা বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এসময় লাউপাড়া বাজারে পৌঁছালে পথরোধ করে স্থানীয় বাসিন্দা আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জন সন্ত্রাসীরা রিপন মৃধা ও জলিল মৃধাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় রিপন মৃধা গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় গত (সোমবার ৩১ মার্চ) রিপন মৃধার পিতা আনোয়ার মৃধা বাদী হয়ে তালতলী থানায় আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য পনু মৃধা, শানু মৃধা, চুন্নু মৃধা, রিপন মৃধার স্ত্রী মিনারা বেগম, মা খাদিজা বেগম প্রমুখ।এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর