যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পুলেরহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়৷ নিহতরা হলেন- খুলনা নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার রুবেল হোসেন (৩২), তার মেয়ে ঐশি (১০) ও তায়েবা (৪)। দুর্ঘটনায় রুবেলের স্ত্রী জেসমিন খাতুন (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রুবেল। এসময় যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। আঘাতে তারা সড়কের ওপর ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মেয়েসহ রুবেল  ঘটনাস্থলে মারা যান। এসময় রুবেলের স্ত্রী জেসমিন গুরুতর আহত হন৷ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঈদ উপলক্ষে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন বিকেলে তারা মোটরসাইকেল করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন। তাদের মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোরদা : কনকচাঁপা
স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোরদা : কনকচাঁপা

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। সহকর্মীরা এই ‘প্লেব্যাক সম্রাট’-কে স্মরণ করছেন।

আইরিনের পছন্দ জার্মান সিলভারের গয়না
আইরিনের পছন্দ জার্মান সিলভারের গয়না

দেশি সাজ পোশাক পছন্দ করেন এই মডেল। ন্যাচারাল লুক তার প্রিয় লুক। জার্মান সিলভারের গয়না বেশি পরেন।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে গুলি করে হত্যা
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে গুলি করে হত্যা

আম্বালাঙ্গোদায় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ধাম্মিকা নিরোশানকে গুলি করে হত্যা করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন