রাজশাহীর শিরোইল কলোনিতে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে লুবনাত জাহান লাবনী নামের এক নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শিরোইল কলোনির ১ নম্বর গলিতে শামিম হোসেন জনির এক বছর বয়সী মেয়ে মরিউমকে অপহরণ করতে গেলে লাবনীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। শিশুটির মা আকতার বানু ময়না জানান, সকাল ৬টার দিকে ছাদে কাপড় মেলতে গেলে লাবনী তাদের বাসায় ঢুকে পড়ে। সে মুহূর্তে মরিউমকে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে, বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে বিষয়টি জানায়।মেয়ের চিৎকার শুনে মা ছুটে এসে দেখেন, লাবনী মরিউমের গলায় কেচি ধরে আছে এবং হত্যার হুমকি দিচ্ছে। তখন শিশুটির বাবা শামিম হোসেন জনি এগিয়ে এলে লাবনী তাকে কেচি দিয়ে আঘাত করে এবং খামচি দিয়ে জখম করে। ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছুটে এসে লাবনীকে আটক করে গণধোলাই দেয়। পরে চন্দ্রিমা থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা লাবনীর ব্যাগ তল্লাশি করে একাধিক সন্দেহজনক জিনিস পায়—একটি কাপড় কাটার কেচি, গাঁজা খাওয়ার কোলকি এবং কিছু ওষুধ। এতে অনেকেই ধারণা করছেন, লাবনী হয়তো মাদকাসক্ত বা তার মানসিক সমস্যা রয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, লাবনী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলেক্সা আসিফ’ (Alexa Asif) নামে একটি টিকটক আইডি চালাতো। সে নিজেকে ঢাকার সাভারের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে। তবে তার কথা অসংলগ্ন ও পরস্পরবিরোধী হওয়ায় পুলিশ নিশ্চিত হতে পারছে না তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাবনীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তার দেওয়া তথ্যগুলো অসঙ্গতিপূর্ণ। এদিকে, ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ দায়ের না করায়, পুলিশের পক্ষ থেকে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, লাবনী মানসিকভাবে অসুস্থ, আবার কেউ মনে করছেন, সে শুধু অভিনয় করছে। ফলে, তার মুক্তি পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সরকারের গলার কাঁটা বেনজীরের সম্পত্তি’
‘সরকারের গলার কাঁটা বেনজীরের সম্পত্তি’

ইতোমধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ছয় সদস্যের রিসিভার কমিটি গঠন করা হয়েছে। কিন্তু রিসোর্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন