ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদ সামনে রেখে সাধারণ যাত্রীরা যাতে নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজশাহী শহরের শিরোইল বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তেই বাস মালিকরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছেন বলে অভিযোগ ওঠে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায়ের খবর পেয়ে বিআরটিএর মনিটরিং টিম মাঠে নামে।বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কয়েকটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় কাউন্টারের ম্যানেজারদের সতর্ক করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সব কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি বাসে ভাড়া প্রদর্শনের জন্য চার্ট টানানো থাকবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। কাউন্টারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।অভিযানের খবর শুনে টার্মিনালে অপেক্ষমাণ অনেক যাত্রী স্বস্তি প্রকাশ করেন। বগুড়াগামী এক যাত্রী মো. সেলিম বলেন, প্রতি ঈদেই আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এবার অন্তত প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এটা ভালো লাগছে। অন্যদিকে, রাজশাহী থেকে ঢাকাগামী এক যাত্রী বলেন, বিআরটিএর অভিযান নিয়মিত হলে যাত্রী হয়রানি অনেক কমে যাবে।ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের এই প্রবণতা রোধে বিআরটিএর এই অভিযান প্রশংসনীয়। তবে অনেকেই মনে করেন, শুধুমাত্র অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এজন্য নিয়মিত মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআরটিএ। সাধারণ যাত্রীদেরও সচেতন থাকার পাশাপাশি কোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআইবি’র পরিচালক জাকিরের অপসারণের দাবিতে বিক্ষোভ
পিআইবি’র পরিচালক জাকিরের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন— চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

‘গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়’
‘গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়’

ঢাকা থেকে প্রকাশিত আজকের বেশিরভাগ পত্রিকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের গোয়েন্দা হেফাজতে রাখা নিয়ে সমালোচনা, ১৪ দলের বৈঠকে গোয়েন্দা প্রধানকে Read more

সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, নেই যানজট
সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, নেই যানজট

পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে যোগ দিতে বাড়ির দিকে রওনা হয়েছেন লাখ লাখ মানষ। শেষ সময়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে Read more

রশিদ ঝড়ের পরও সর্বনিম্ন রানে অলআউট গুজরাট
রশিদ ঝড়ের পরও সর্বনিম্ন রানে অলআউট গুজরাট

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অল্পরানেই গুটিয়ে গেল গুজরাট টাইটান্স। আহমেদাবাদে আজ বুধবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র Read more

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি’র মনোভাব কি বদলাচ্ছে?
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি’র মনোভাব কি বদলাচ্ছে?

বিএনপি নেতাদের বক্তব্য কি সরকারের প্রতি তাদের মনোভাব পরিবর্তনের আভাস নাকি এর অন্য কোনো রাজনৈতিক মাত্রা রয়েছে? আইন উপদেষ্টা আসিফ Read more

মিসের মহড়ায় নেদারল্যান্ডস-ফ্রান্সের অপেক্ষা বাড়লো 
মিসের মহড়ায় নেদারল্যান্ডস-ফ্রান্সের অপেক্ষা বাড়লো 

গ্রুপ ‘বি’ থেকে এই লড়াইয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন