টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামসহ সারাদেশের ৪৯৫ জন ইউএনও পরিবারের সদস্যদের রেখে নিজ নিজ কর্মস্থলে ঈদ উদযাপন করছেন। এছাড়া এলাকার জনগণের মধ্যে ঈদ উৎসবকে আনন্দময় এবং নিরাপদ করার পাশাপাশি সরকারের পক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন তারা। বিভিন্ন সূত্রে জানা যায়, সারাদেশের অনেক উপজেলায় ঈদের জামাতকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, সংঘর্ষ ও সংঘাতের আশঙ্কা দেখা দেয়। অভিযোগ ও গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে অবগত হয়ে নির্বাহী কর্মকর্তাদের ঈদের পূর্বেই ওই সব এলাকার পক্ষগণের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসা করেন। ফলে বিগত যে কোন সময়ের চেয়ে ঈদ জামাত উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহিদ পরিবারের জন্য ঈদ উপহার তাদের পরিবারের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন ইউএনওগণ। যে সকল উপজেলার ইউএনও বিশেষ প্রয়োজনে ঈদের ছুটিতে ছিলেন সে সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউএনও’র দায়িত্ব পালন করেন। দেশে যখন ঈদের দীর্ঘ ছুটি তখন পরিবার পরিজনদের রেখে নিজ কর্মস্থলেই ঈদ করেছেন ইউএনওগণ। জনসাধারণের ঈদকে আনন্দময় করতে নিরলস ভাবে ভূমিকা পালন করেন তারা। ঈদের জামাত সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়াসহ নানা সমস্যা নিরসনে তাদের জোড়ালো ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, তিনিসহ দেশের ৪৯৫ উপজেলার প্রায় সকল ইউএনও পরিবার রেখে নিজ কর্মস্থলে ঈদ করছেন। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ সিন্ডিকেট, মজুদদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন তাঁরা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা
বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা

বগুড়া সদর উপজেলায় বন্ধন কুমার দাস (৫) নামের এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। 

১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরালো ফেসবুক
১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরালো ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে নেতিবাচক প্রচারণা ছড়ানো এমন ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

জবিতে বর্ষবরণ উৎসব পালিত
জবিতে বর্ষবরণ উৎসব পালিত

জগন্নাথ বিশ্বাবদ্যালয়ে (জবি) ‘বাংলা নববর্ষ ১৪৩১’ পালিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয় দিনটি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন