চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ বছরের শিশু আরিফাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষণকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল। বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের উদ্যোগে পৌর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেনের নির্দেশনায় এবং যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন- ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজি আরিফ, সাধারণ সম্পাদক নয়ন, ২নং ওয়ার্ড সভাপতি ইমন দাশ, সাধারণ নাদির, সাফায়েত, রিয়াজ, তুহিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।এরআগে, বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল ড্রাইভারের লালসার শিকার হয় ৭ বছরের শিশু কন্যা আরিফা।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর