কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে । ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাতে  শহরের নদীরপাড় সংলগ্ন মুশকুল্লাহাটি এলাকায় এঘটনা ঘটে। শিশুটির বাসা একই এলাকায়। বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় ঘটনাটি ঘটেছে।   বুধবার (২ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দুই কিশোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৪) ও পলতাকান্দা এলাকার কারুন মিয়ার ছেলে দিয়ান (১৫)। এ দুই কিশোর ঘটনাটি ঘটিয়েছে বলে শিশুর বাবার অভিযোগ। অভিযোগ পাওয়ার পর পুলিশ দুই কিশোর কে ধরার চেষ্টা করছে।শিশুটির বাবা বাদল মিয়া জানান, ঈদের দিন রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটার পর আমার ছেলে বাসায় এসে বলে তার পায়ূপথে ব্যথা লাগছে। তখন আমি ঘটনা জানতে চাইলে সে জানায়, তার হাত চোখ বেঁধে রিয়ান ও দিয়ান তাকে বলৎকার করেছে। এসময় পায়ূপথে রক্ত দেখে তাকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে চিকিৎসার পর বুধবার (২ এপ্রিল) সকালে থানায় অভিযোগ করি। ঘটনার বিচার দাবি করেন শিশুটির বাবা।এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক  নুরুল হুদা জানান, অভিযোগটি থানায় দেয়ার পর ওসি সাহেব  আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। বুধবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্ত দুজনকে ধরতে চেষ্টা করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় দলকে বিদায় উরুগুয়ে কিংবদন্তির
জাতীয় দলকে বিদায় উরুগুয়ে কিংবদন্তির

উরুগুয়ের ইতিহাসে সেরা খেলোয়াড়দের একটা তালিকা করা হলে শীর্ষেই থাকবেন এডিনসন কাভানি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে এই তারকা ফুটবলার।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন