নওগাঁর ধামইরহাট উপজেলায় ২১০ কেজি ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) রাতে উপজেলা আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বিজিবি।বিজ্ঞপ্তিতে আরো জানান, উপজেলার আগ্রাদ্বিগুন বিওপি’র উত্তর কাশিপুর দ্বিগুণ গ্রামের নলাদিঘী নামক পুকুরে ছোট বাচ্চারা মাছ ধরার সময় ১টি পাথরের মূর্তি দেখতে পায়। পরবর্তীতে স্থানীয়রা বিজিবির সদস্যকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক সুবেদার মোঃ জিহাদ আলী এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি বিশেষ টহল দল উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় পাথরের মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নজিপুর জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে পাথরের মূর্তিটি কষ্টি পাথর নয় বলে নিশ্চিত হন। উক্ত উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ২১০ কেজি যার সিজার মূল্য প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা বলে নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে।এবিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, উদ্ধারকৃত মূর্তিটির নিচের অংশ কিছুটা ভাঙা রয়েছে। মুর্তির বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর