চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে পাঠানো কথা জানান পুলিশের এ কর্মকর্তা। বাস ও মাইক্রোবাস পুলিশের হেফাজতে রয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় সনাক্ত করা যায় নাই।এর আগে, গত সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন।
Source: সময়ের কন্ঠস্বর