চট্টগ্রামে প্রকাশ্যে প্রাইভেট কার ধাওয়া করে ছয়-সাতটি মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে দুই যুবককে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়ের করা এই মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে হুকুম দাতা হিসেবে আসামি করা হয়েছে এবং আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।নিহত দুই যুবক হলেন বখতিয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ, যাদের বয়স ৩০ থেকে ৩৬ বছরের মধ্যে। এছাড়া, গুলিতে আহত হয়েছেন রবিন ও হৃদয় নামে আরও দুই যুবক, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ রাত ২টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার বালুমহালে আড্ডা শেষে প্রাইভেট কারে করে সন্ত্রাসী সরোয়ার, মানিক, আব্দুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন বাড়ি ফিরছিলেন। গাড়িটি রাজাখালী ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ করে ছয়-সাতটি মোটরসাইকেল তাদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে প্রাইভেট কারের পেছনের গ্লাস ছিদ্র হয়ে যায়।আতঙ্কিত হয়ে চালক মানিক দ্রুত গাড়ি ঘুরিয়ে বহদ্দারহাটের পরিবর্তে বাকলিয়া এক্সেসরোড হয়ে চন্দনপুরার দিকে রওনা হন। কিন্তু রাত সোয়া ২টার দিকে চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা রোডের মুখে হামলাকারীরা পুনরায় গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মানিক ও আব্দুল্লাহ গুরুতর আহত হন। এসময় গাড়িতে থাকা সরোয়ার ও ইমন কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মানিক ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।নিহত মানিক ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার ব্যক্তিগত গাড়ি চালক, আর আব্দুল্লাহ ছিলেন তার একান্ত সহকারী। ধারণা করা হচ্ছে, সরোয়ার হোসেন বাবলাকে টার্গেট করেই হামলাটি চালানো হয়। গুলিবিদ্ধ আহত রবিনসহ নিহতদের পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ ও তার অনুসারীরাই এই হামলার মূল পরিকল্পনাকারী।ঘটনার তিন দিন পর নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ মোট সাতজনের নাম উল্লেখ করে আরও ছয়-সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা সময়ের কণ্ঠস্বর-কে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এদিকে, হত্যাকাণ্ডের মাসখানেক আগেই ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ অন্য অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন প্রত্যাহার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আন্দোলন প্রত্যাহার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ।

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন